যুগান্তরের রজতজয়ন্তী
জুলাই আন্দোলনে সাহস দেখিয়েছে যুগান্তর

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
যুগান্তর সত্য প্রকাশে আপসহীন। অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি পত্রিকাটি। বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে যুগান্তরের সত্য ও সাহসী ভূমিকা প্রশংসনীয়। ২৪ জুলাই আন্দোলনেও অগ্রণী ভূমিকা রেখে সত্য প্রকাশে দুরন্ত সাহস দেখিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে যুগান্তর ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন স্থানে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় যুগান্তরের স্বপ্নদ্রস্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান :
মুন্সীগঞ্জে গানে গানে যুগান্তরের রজতজয়ন্তী : বসন্তবরণের মধ্য দিয়ে গানে গানে মুন্সীগঞ্জে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। স্বজন সমাবেশের আয়োজনে ও মুন্সীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ নিহার রঞ্জন দাস। যুগান্তর স্টাফ রিপোর্টার আরিফ উল ইসলামের সভাপতিত্বে ও জেলা স্বজন সমাবেশের সম্পাদক সোনিয়া হাবিব লাবনীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, সাবেক সম্পাদক সাইফুল আলম স্বপন, হুমায়ূন ফরিদ, সংগীতশিল্পী মুজিবুর রহমান সুমন, বিউটি আক্তার তৃশা, উদীচীর সম্পাদক আজিজা আক্তার মিতু, যমুনা টেলিভিশনের প্রতিনিধি আরাফাত রায়হান শাকিব, মুন্সীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর সম্পাদক আলমগীর হোসেন, স্বজন সাগর হোসেন।
ফেঞ্চুগঞ্জে আলোচনা দোয়া মাহফিল : সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকার সভাপতিত্বে ও যুগান্তর প্রতিনিধি রুমেল আহসানের সঞ্চালনায় দোয়া মাহফিল ও সভায় প্রধান অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ। বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক আহ্বায়ক আব্দুল বারী, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা, উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল।
জকিগঞ্জে আলোচনা সভা : যুগান্তর প্রতিনিধি আল হাছিব তপাদারের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মাসুক আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইছ।
সাংবাদিকতা কাকে বলে যুগান্তর তা করে দেখিয়েছে : সাংবাদিকতা কাকে বলে তা করে দেখিয়েছে যুগান্তর। প্রতিষ্ঠার পর থেকেই যুগান্তর সৎ ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। তার সর্বশেষ উদাহরণ গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান। এই অভ্যুত্থানে যুগান্তর গণমানুষের পক্ষে যে সাহসী ভূমিকা রেখেছে তা দেশ-বিদেশে প্রশংসা অর্জন করেছে। গোয়ালন্দে যুগান্তরের রজতজয়ন্তী উৎসবের সভায় বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ। সভাপতিত্ব করেন গোয়ালন্দ স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু। স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি শামীম শেখ।
ফতুল্লায় দোয়া ও আলোচনা সভা : নারায়ণগঞ্জের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, সহসভাপতি সেলিম মুন্সী, সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু প্রমুখ।
রাজবাড়ীতে কেক কেটে আনন্দ ভাগাভাগি : যুগান্তর প্রতিনিধি ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আব্দুল কুদ্দুস বাবু, সহসভাপতি খোন্দকার আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাতৃকণ্ঠের উপদেষ্টা সম্পাদক মো. আবুল কালাম।