জমি নিয়ে বিরোধে কুষ্টিয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ায় পূর্বশত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধে আতিয়ার খাঁ নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। সোমবার সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়ার মাঠে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। আতিয়ার সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জোতপাড়া এলাকার মৃত ঝড়ু খাঁর ছেলে। জানা গেছে, বাড়ির জমি নিয়ে আতিয়ারের সঙ্গে প্রতিবেশী আজাদ, রানা, আমজাদের বিরোধ চলছিল। এ ঘটনার জেরে এক মাস আগে আতিয়ারের পরিবারের সদস্যদের মারধর করেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আতিয়ারের বড় ছেলে লিটন থানায় মামলা করলে রানাকে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পেয়ে রোববার রাতে কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়ার মাঠে আতিয়ারের মাথায় কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।