উগ্র বক্তব্য প্রদান
গোয়ালন্দে কৃষক লীগ নেতাকে আলটিমেটাম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাবেক আহ্বায়ক আব্দুর রহিমকে আলটিমেটাম দিয়েছে আলেম-ওলামারা। তার বিরুদ্ধে উগ্রবাদী বক্তব্য প্রদান, প্রতিবন্ধী ছেলের মৃত্যুর পর বাড়ির আঙিনায় মাজার তৈরি করে গান-বাজনাসহ শিরক ও বিদাতি কার্যক্রমসহ নানাবিধ অভিযোগ রয়েছে। রোববার বাদ মাগরিব উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওয়াহেদ শেখের পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা ও প্রতিবাদ সভার মাধ্যমে এসব কর্মকাণ্ড বন্ধের দাবিতে এ আলটিমেটাম দেওয়া হয়।
উপজেলা ইমাম কমিটির নেতারা তৌহিদি জনতার ব্যানারে এ আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় বক্তব্য দেন পৌরসভা ইমাম কমিটির সভাপতি মুফতি শামসুল হুদা, সম্পাদক মুফতি আযম আহমেদ, উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু সাইদ, প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি কোরবান আলী, দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি তারেক বিল্লাহ, জহুরুল ইসলাম, রুহুল আমিন, আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আপনি ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর। তাদের ছত্রছায়ায় বেশ কয়েক বছর ধরে নিজের বাড়ির আঙিনায় গান-বাজনার নাম করে ইসলামবিরোধী কার্যকলাপ করে আসছেন। পুনরায় এ ধরনের চেষ্টা করলে তৌহিদি জনতা চুপ করে বসে থাকবে না।