স্বরূপকাঠি গোয়ালন্দ বালিয়াকান্দি কোম্পানীগঞ্জে চার লাশ উদ্ধার

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
স্বরূপকাঠিতে সুটিয়াকাঠি গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন তারাবুনিয়া খাল থেকে সোমবার অজ্ঞাত যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া গোয়ালন্দে তরুণী এবং বালিয়াকান্দি ও কোম্পানীগঞ্জে দুই বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : পিরোজপুরের স্বরূপকাঠিতে সুটিয়াকাঠি গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন তারাবুনিয়া খাল থেকে সোমবার অজ্ঞাত যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা খালে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ওসি মো. বনি আমিন জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। রাজবাড়ীর গোয়ালন্দে সানজিদা মাইদি পায়েল নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলপাড়ায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সাইদ শিকদারের মেয়ে। জানা গেছে, প্রতিবেশী যুবক হাফিজ মন্ডলের সঙ্গে পায়েলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই মাস আগে হাফিজ কাজের জন্য ইরাকে যাওয়ার পর থেকে বিষণ্নতায় ভুগছিল ওই তরুণী। ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজার জামে মসজিদের অজুখানা থেকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে মুসল্লিরা নামাজ পড়তে এসে অজুখানায় ওই বৃদ্ধের লাশ দেখতে পায়। এসআই শরিফ আবদুল্লাহ জানান, ওই বৃদ্ধের পরিচয় মেলেনি। ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো খাবার খেয়ে তার মৃত্যু হয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ ঘর থেকে সোমবার ইসমাইল হোসেন নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড়বাড়ীর বাসিন্দা। জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন ইসমাইল। সোমবার নিজঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা।
ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।