কাশেমের খুনিদের ফাঁসি দাবি
আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. কাশেমের খুনিদের ফাঁসি এবং আওয়ামী লীগের বিচারসহ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান : হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও রোড ব্লকেড কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, হবিগঞ্জসহ সারা দেশে প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। অনতিবিলম্বে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে। চিলমারীতে বিক্ষোভ-মিছিল করেছে ছাত্র-জনতা। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক আব্দুর রহমান পারভেজ, সদস্য লিটন ইসলাম সাকিব, আসাদুজ্জামান রিয়াদ। শেরপুরে কফিন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধসহ ছাত্র হত্যার সঙ্গে জড়িত জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আতিউর রহমান আতিক, সাধারণ সম্পাদক সাবেক এমপি ছানুয়ার হোসেন ছানু ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানসহ অন্যদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক মামুনুর রহমান মামুন, সদস্য সচিব শাহনুর রহমান সায়েম, মুখ্য সংগঠক মোর্শেদ জিতু, মুখপাত্র ফারদিন ফুয়াদ তুহিন, জাতীয় নাগরিক কমিটির জেলার শাখার প্রতিনিধি লিখন ও মোহন সরকার বক্তব্য দেন।