কোম্পানীগঞ্জ গোবিন্দগঞ্জ গোয়ালন্দে ৩ লাশ উদ্ধার

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গোয়ালন্দে যৌনপল্লি থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া গোবিন্দগঞ্জে ট্রাকচালক ও কোম্পানীগঞ্জে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লি থেকে (পূর্বপাড়া) মামুন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে পল্লির সাজেদা বেগম নামে এক বাড়িয়ালির ভাড়া ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলেছিল তার লাশ। নিহত মামুন দৌলতদিয়া মাস্টার পাড়ার সামছু মাস্টারের ছেলে। জানা গেছে, বাড়িতে মামুনের স্ত্রী-সন্তান রয়েছে। পাশাপাশি যৌনপল্লির এক মেয়ের সঙ্গে তার প্রেম ছিল। মাদকসেবনের পাশাপাশি ঋণগ্রস্ত থাকায় মানসিক অশান্তিতে ছিলেন তিনি। ওসি রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক থেকে বশির শিকদার (৫০) নামে এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বশির খুলনার সোনাডাঙ্গার দারুল আমান মহল্লার হাসেম শিকদারের ছেলে। বুধবার রাতে পৌর শহরের জেপি ফিলিংস্টেশন এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওসি বুলবুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে আবদুর রহিম (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার নজির আহমেদ ব্যাপারী বাড়ির মৃত ফজলুল হক চৌধুরীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকাঁকড়া ১নং ওয়ার্ডের পণ্ডিতের হাট এলাকার কমর উদ্দিন জামে মসজিদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। চাকরি চলে যাওয়ার পর স্ত্রীও চলে যাওয়ায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন রহিম। ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।