Logo
Logo
×

বাংলার মুখ

উপউপাচার্য পদে আওয়ামীপন্থি শিক্ষক নিয়োগে গুঞ্জন

যবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপউপাচার্য পদে আওয়ামীপন্থি শিক্ষক ড. এএফএম সাইফুল ইসলামকে নিয়োগ প্রক্রিয়ার গুঞ্জনে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাব যশোরের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীরা জানান, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর হিসাবে পরিচিত চাকরিচ্যুত সাবেক সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের স্বামী ড. এএফএম সাইফুল ইসলাম। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক পরিষদের’ নেতা ছিলেন। পাঁচ আগস্টের পর থেকে স্বৈরাচার আ.লীগের দোসরদের বিভিন্ন জায়গায় পুনর্বাসনের চেষ্টা চলছে। একই ধারাবাহিকতায় যবিপ্রবির উপউপাচার্য পদেও ড. সাইফুল ইসলামকে নিয়োগের চেষ্টা চলছে। স্বৈরাচারের কোনো দোসরকে নিয়োগ দেওয়া হলে রোববার থেকে ক্যাম্পাস অচল করে দেওয়া হবে। এদিকে, ড. সাইফুল ইসলামকে যবিপ্রবির উপউপাচার্য নিয়োগের গুঞ্জনে বুধবার রাতেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম