Logo
Logo
×

বাংলার মুখ

জুলাই আন্দোলনে হামলা

পীরগঞ্জে আ.লীগের সম্পাদকসহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

Icon

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলা, মারধর ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযাগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজুওয়ানুল হক বিপ্লবসহ ৯ জনের নামসহ অজ্ঞাত আরও চারশজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এনামুল হক বাদী হয়ে পীরগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলা চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে রক্তাক্ত জখম করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করা হয়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিল্পব এবং ভোমরাদহ ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিটলার হক, কুশারীগাঁও গ্রামের শাহজান আলী, মিঠুন আলী, হাসান আলী, আব্দুল হাকিম, মোহাম্মদ রাসেল, হুমায়ুন কবির ও আব্দুল খালেকসহ অজ্ঞাতনামা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের তিন থেকে চারশজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ঘটনায় হামলার শিকার এনামুল হক তিনি মামলার বাদী হয়ে ঘটনার ৬ মাস পর ১০ ফেব্রুয়ারি পীরগঞ্জ থানায় মামলা করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম