Logo
Logo
×

বাংলার মুখ

বাঞ্ছারামপুরে ফল ব্যবসায়ী হত্যায় তিনজনের ফাঁসি

রায়গঞ্জে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফল ব্যবসায়ী সাইদুর রহমান হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত দায়রা ও জেলা জজ আয়েশা আক্তার সুমী বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন-বাঞ্ছারামপুরের চর শিবপুরের কবির মিয়ার ছেলে কাজল মিয়া, বাহেরচরের আব্দুল খালেকের ছেলে রিপন মিয়া ও নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া। আদালতে রায়ের সময় রিপন মিয়া ও কাজল মিয়া উপস্থিত ছিলেন। পলাতক রয়েছেন রাসেল মিয়া। জানা যায়, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ফল ব্যবসায়ী সাইদুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। এর একদিন আগ থেকে তিনি নিখোঁজ ছিলেন। সাইদুর রহমান উপজেলার বাহেরচর গ্রামের আব্দুল মালেকের ছেলে ছিলেন।

এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী রুপ কুমার চন্দ্র সরদারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রুপ কুমরা চন্দ্র সরদার রায়গঞ্জের বিনোদবাড়ি গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে। ২০১৬ সালের ৯ নভেম্বর রুপ কুমার তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম