হাজীগঞ্জ ভালুকায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

হাজীগঞ্জ ও ভালুকা প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
হাজীগঞ্জে পানিতে ডুবে মো. ইশরাক হোসেন মুন্সী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর গ্রামে মুন্সী বাড়ি সংলগ্ন এলাকার পুকুরে এ দুর্ঘটনা ঘটে। ইশরাক ওই বাড়ির রুবেল হোসেন মুন্সীর ছেলে। এদিকে ভালুকায় মাছের খামারের পানিতে ডুবে সিফাত নামে ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গোয়ারী গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। সিফাত ওই গ্রামের আবদুস ছালামের ছেলে।