Logo
Logo
×

বাংলার মুখ

পীরগঞ্জে পরকীয়ার জের

স্ত্রী-কন্যাকে হত্যার দায় স্বীকার স্বামীর

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পীরগঞ্জে স্ত্রী দেলোয়ারা বেগম ও শিশুকন্যা সাইমা হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত আতিকুর রহমান মণ্ডল। খুনের দায় স্বীকার করে তিনি পীরগঞ্জ থানা আমলি আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ এর বিচারক মনতাজ আলী কাছে জবানবন্দি প্রদান করেন। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ও পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক জানান, গত ৭ ফেব্রুয়ারি সকালে খবর পেয়ে উপজেলার বড় বদনাপাড়া গ্রামে একটি খেত থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মস্তকবিহীন উদ্ধার করেন। পরে সিআইডির বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে এসে লাশের হাতের আঙুলের ছাপ গ্রহণ করে মৃতের নাম দেলোয়ারা বেগম বলে শনাক্ত করে। নিহত দেলোয়ারা নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুন্ডা ফকিরপাড়া গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে। বর্তমান ঠিকানা ছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিলালপুর ফুলপুকুরিয়া গ্রাম। এদিকে এ ঘটনায় পীরগঞ্জ থানার এসআই অনন্ত কুমার বর্মণ বাদী হয়ে মামলা করেন এবং একই থানার ওসি নিজেই মামলার তদন্তভার গ্রহণ করেন।

পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটনকারী আতিকুর রহমান মণ্ডলকে গ্রেফতার করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য ও শনাক্ত মতে ৩৬ ঘণ্টা পর কাটা মস্তক উদ্ধার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদে পরকীয়ার কারণে স্ত্রী খুনের ঘটনার দেড় মাস পূর্বে ছয় বছরের শিশুকন্যা সাইমার খুনের দায় স্বীকার করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম