বিশ্বম্ভরপুরে প্রবাসী নারীর ছবি বিকৃত করে টাকা দাবি
অভিযুক্ত গ্রেফতার

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ইংল্যান্ড প্রবাসী নারীর ছবি বিকৃত করে টাকা দাবি করায় মিটু দেবনাথ নামে এক সাইবার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা করা হয়। মিটু দেবনাথ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাজিতপুর গ্রামের অধিবাসী। বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)‘র উওর বিভাগের উপপুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলম এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন। তিনি আরো জানান, সিলেটের এয়ারপোর্ট থানার পশ্চিম পীরমহল্লার এক বাসিন্দার দুই মেয়ে স্বামী ও সন্তান নিয়ে ইংল্যান্ডে বসবাস করেন। প্রবাসে থাকা এক মেয়ের ছবি এডিট করে অশ্লীল, কুরুচিপূর্ণ ছবি তৈরি করে অপরিচিত মোবাইল নম্বর থেকে ওই মেয়ে এবং তার পরিবারের সদস্যদের হোয়াটস অ্যাপের মাধ্যমে ছবিগুলো পাঠায় মিটু দেবনাথ। বিভিন্ন আপত্তিকর, কুরুচিপূর্ণ ম্যাসেজ পাঠিয়ে সামাজিকভাবে ব্যক্তিগত মর্যাদা হানি করার ভয় দেখিয়ে টাকা দাবি করে ওই পরিবারের নিকট মিটু। মেয়েটির বাবা সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লার ওই বাসিন্দা এসএমপি পুলিশের নিকট এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। এরপরই এসএমপি পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনারের নেতৃত্বে এসএমপির সাইবার ইউনিট তথ্য প্রযুক্তির সাইবার সন্ত্রাসী মিটু দেবনাথকে শনাক্ত করে।