Logo
Logo
×

বাংলার মুখ

সাবেক এমপি মানিকের ছত্রছায়ায় অনিয়ম

দোয়ারাবাজার যুবলীগের আহ্বায়ক গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবেক এমপি মানিকের ছত্রছায়ায় অনিয়ম

নাশকতার মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা ওরফে জসিম মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। চৌধুরীপাড়া থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ওসি জাহিদুল হক। তিনি বলেন, ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো করে নাশকতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জসিম আহমেদ চৌধুরীপাড়ার মৃত আব্দুল কুদ্দুছ চৌধুরীর ছেলে এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক। তার বিরুদ্ধে মাদকসেবন, সীমান্তে চোরাকারবারিদের মদদদাতা, নারী কেলেংকারিসহ নানা অভিযোগ রয়েছে। জানা গেছে, সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের আশীর্বাদপৃষ্ট হয়ে সীমান্তের মাদকসহ সব ধরনের চোরাকারবারের নিয়ন্ত্রণ করতেন জসিম আহমেদ। পতিত সরকারের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষের নামে মামলা দিয়ে হয়রানির অভিযোগও রয়েছে। এছাড়া এমপি মুহিবুর রহমান মানিকের ছত্রছায়ায় উপজেলার সরকারি উন্নয়ন কাজের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিলেন তিনি। নামে-বেনামে ভুয়া প্রকল্প তৈরি করে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎসহ লুটপাট, সীমান্তঘেঁষা সরকারি ভূমিতে একাধিক কোয়ারি তৈরি করে কয়েক কোটি টাকার খনিজ বালি পাথর চুরি, স্থানীয় স্কুলের তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে জসিম মাস্টারের বিরুদ্ধে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম