Logo
Logo
×

বাংলার মুখ

জাফলংয়ে গোসলে নেমে প্রাণ হারালেন পর্যটক

ভোলা চরফ্যাশন পাংশা মতলবে পানিতে ডুবে আরও ছয়জনের মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গোসলে নেমে প্রাণ হারালেন এক পর্যটক। এছাড়া ভোলা, চরফ্যাশন, রাজবাড়ীর পাংশা ও চাঁদপুরের মতলবে পানিতে ডুবে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার এসব দুর্ঘটনা ঘটে। যুগান্তর প্রতিনিধিরা জানান : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানিতে ডুবে জাওয়াদ আহমেদ নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে শনিবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়। জাওয়াদ ময়মনসিংহের কোতোয়ালি থানার ডাক্তার আফতার উদ্দিনের ছেলে। জানা যায়, জাওয়াদসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে জাওয়াদ স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো হুজাইফা আক্তার ও সাইফুল আহমেদ। হুজাইফা আক্তার সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের শেখ ফরিদ উদ্দিনের মেয়ে এবং সাইফুল আহমেদ ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের মো. নুরনবী মিয়ার ছেলে। ভোলার চরফ্যাশনে পুকুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো-ওমরপুরের আলীগাঁও গ্রামের কালা মনিয়া এলাকার সুমনের ছেলে জুনায়েদ আহম্মেদ ও ইউসুফের ছেলে আরিয়ান। রাজবাড়ীর পাংশায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে সোবদুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামে শনিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। সোবদুল্লাহ কালুখালী উপজেলার হিরু মোল্লার ঘাট এলাকার মো. জিয়ার ছেলে ও পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামের মো. মতলেব মন্ডলের নাতি। চাঁদপুরের মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডে ঢাকিরগাঁও গ্রামে শনিবার বিকেলে পানিতে ডুবে ইউসুফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ইউসুফ ঢাকিরগাঁও গ্রামের প্রধানিয়া বাড়ির মো. ইসমাইল প্রধানের ছেলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম