Logo
Logo
×

বাংলার মুখ

কক্সবাজার সিলেটে ৯ প্রতিষ্ঠানে জরিমানা

Icon

সিলেট ব্যুরো ও কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে বেশি মূল্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার দায়ে শনিবার তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলো হলো বাহারছড়া বাজারের রেবা স্টোর, সাইদ এন্টারপ্রাইজ ও হাসপাতাল রোডের মামার বাড়ি রেস্টুরেন্ট। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বিষয়টি নিশ্চিত করেন। এদিকে অতিরিক্ত দামে বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় শনিবার সিলেট নগরীর কালিঘাট ও আম্বরখানা এলাকার ৬ প্রতিষ্ঠানে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বিষয়টি নিশ্চিত করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম