Logo
Logo
×

বাংলার মুখ

চাটখিল পল্লীবিদ্যুৎ

পরিশোধিত বিলে ব্যবহার হচ্ছে না রেভিনিউ স্ট্যাম্প

Icon

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চাটখিল উপজেলায় লক্ষাধিক পল্লীবিদ্যুৎ গ্রাহক স্থানীয় অগ্রণী, ব্যাংক এশিয়া, ইউনিয়ন ব্যাংক, এনআরবিসিসহ বিভিন্ন ব্যাংকের শাখায় বিল পরিশোধ করে আসছেন। যাদের বিদ্যুৎ বিল ৫০০ টাকার বেশি তাদের প্রতিটি বিলে ব্যাংক কর্তৃপক্ষের ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগিয়ে দিতে হয়। খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ ব্যাংকে বিদ্যুৎ বিল পরিশোধ করার পর সরকারের নির্দেশনা মোতাবেক ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগানো হচ্ছে না। চাটখিল পল্লীবিদ্যুৎ সমিতির ডিপুটি জেনারেল ম্যানেজার মহি উদ্দিন মোসায়েদ উল্যা রোববার জানান, চাটখিলে ১৪-১৫টি ব্যাংকের শাখায় বিদ্যুৎ বিল নেওয়া হয়। বিদ্যুৎ বিল ৫০০ টাকার বেশি হলে সরকারের নির্দেশনা মোতাবেক ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হবে। চাটখিলে বিদ্যুৎ গ্রাহকরা তার কাছে (ডিজিএম) অভিযোগ করে জানান, ব্যাংক কর্তৃপক্ষ পরিশোধিত বিদ্যুৎ বিলে সরকারি নির্দেশনা মোতাবেক ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাচ্ছে না। গ্রাহকের অভিযোগের বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রতিটি বিদ্যুৎ বিলের বিপরীতে ব্যাংক কর্তৃপক্ষ ১০ টাকা হারে রেভিনিউ স্ট্যাম্প বাবদ পাওনা প্রতি মাসের শেষে নোয়াখালী জেলা পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে উত্তোলন করে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় এনআরবিসি ব্যাংকের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় পোস্ট অফিসে রেভিনিউ স্ট্যাম্প পাওয়া যাচ্ছে না। স্থানীয় ইউনিয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদিন মিলন বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক তারা নোয়াখালী সদর থেকে বিশেষ ব্যবস্থায় রেভিনিউ স্ট্যাম্প সংগ্রহ করে থাকেন। চাটখিল উপজেলা পোস্টমাস্টার আবুল খায়ের নোয়াখালীতে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্পের স্বল্পতা রয়েছে বলে স্বীকার করেন। তিনি বলেন, বারবার তাগাদা দিলেও নোয়াখালী জেলা পোস্ট অফিস থেকে রেভিনিউ স্ট্যাম্প সরবরাহ করা হচ্ছে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম