জাতীয় পরিসংখ্যান দিবস পালন
‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন স্মার্ট বাংলাদেশ গঠন’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এ স্লোগানে বিভিন্ন স্থানে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান : পিরোজপুরে র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। ভোলায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিমের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, ইউএনও মো. তোহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ। পলাশে সভায় সভাপতিত্ব করেন ইউএনও রবিউল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা। জামালপুরে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শ্রাবন্তী রায়। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক জয়শ্রী পালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বড়লেখায় ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও সহকারী পরিসংখ্যান কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম। শরণখোলায় ইউএনও মো. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম।
