আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ডাক্তারের অভাবে ৫০ বছরেও চালু হয়নি অপারেশন থিয়েটার
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ ও অ্যানেস্থেশিয়া ডাক্তারের অভাবে হাসপাতালে অপারেশন থিয়েটার (ওটি) বন্ধ রয়েছে। সরকার কোটি টাকা ব্যয়ে এ হাসপাতালের স্বয়ংক্রিয় আধুনিক অপারেশন থিয়েটার স্থাপন করলেও তা রোগীদের কোনো কাজে আসছে না। দীর্ঘদিন যাবত অযত্ন-অবহেলায় পড়ে থাকায় নষ্ট হচ্ছে অপারেশন থিয়েটারের মেশিনপত্র ও সার্জিক্যাল সরঞ্জামাদি। উপজেলা সরকারি হাসপাতালে গিয়ে দেখা গেছে, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে সার্জারি বিশেষজ্ঞ ও অ্যানেস্থেশিয়ার (অজ্ঞান করার) ডাক্তারের অভাবে ৫০ বছর ধরে অপারেশন থিয়েটারটি বন্ধ রয়েছে। ২০০৪ সালে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ওই সময় নতুন করে একটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার করা হয়। কিন্তু অপারেশন থিয়েটার চালুর জন্য অদ্যাবধি কোনো ডাক্তার নিয়োগ পাওয়া যায়নি। ১৯ বছর ধরে থিয়েটারের মেশিনপত্র রুমের মধ্যে পড়ে রয়েছে। অপারেশনের জন্য রোগীদের বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে অথবা অন্যত্র যেতে হচ্ছে। দরিদ্র লোকজন অনেক সময় টাকার অভাবে ছোট অপারেশন করাতে না পারায় চরম ভোগান্তিতে পড়ছেন। উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, অভিজ্ঞ সার্জারি ও অ্যানেস্থেশিয়া ডাক্তারের অভাবে অপারেশন করা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার লিখিত আবেদন করা হলেও এ ব্যাপারে তারা কোনো সাড়া দিচ্ছে না। ডাক্তার থাকলে এলাকার রোগীরা অল্প খরচে অপারেশন করাতে পারত।
