জুটি বাঁধতে চলেছে সেই দুটি নীলগাই
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হরিণ আর গরুর মাঝামাঝি দেখতে একটি প্রাণীর নাম নীলগাই। বিলুপ্ত প্রায় একটি প্রাণী। বাংলাদেশে রয়েছে এখন পর্যন্ত মাত্র দুটি। একটি পুরুষ ও একটি নারী। পুরুষটি আছে রাজশাহীতে, আর নারীটি দিনাজপুরে। তবে নীলগাই দুটি এবার পরস্পরের সঙ্গী হতে চলেছে। রাজশাহী থেকে শুক্রবার পুরুষ নীলগাই পাঠান হবে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে। ওখানে আগে থেকেই একটি নারী নীলগাই রয়েছে।
২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকায় এ নীলগাইটি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছিল। গ্রামবাসী তাকে ধরে বেঁধে রাখেন। ধরার সময় কিছুটা আহত হয় নীলগাইটি। খবর পেয়ে প্রাণীটিকে রাজশাহী বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে এনে চিকিৎসা দেয়া হয়েছে। এখানে উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে বৃহস্পতিবার সকালে নীলগাইটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
