
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৬ পিএম

তানজিমা হালিম
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান শুধু অভিনয়েই নয়, বিলাসবহুল গাড়ির প্রতি ভালোবাসার জন্যও আলোচনায় থাকেন নিয়মিত। ঈদ উপলক্ষ্যে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, তার গাড়ির সংগ্রহে বিন্দুমাত্র প্রভাব পড়েনি। বরং তার গ্যারেজ এখন আরও সমৃদ্ধ, আরও শক্তিশালী।
সবশেষ সালমান খানের সংগ্রহে যুক্ত হয়েছে বুলেটপ্রুফ নিশান প্যাট্রল SUV। হত্যার হুমকি পাওয়ার পর নিরাপত্তার কথা মাথায় রেখে সাদা রঙের শক্তিশালী এ গাড়ি কিনেছেন তিনি। এর মূল্য প্রায় ২-২.৫ কোটি রুপি। এর আগে তিনি ব্যবহার করতেন বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি ২০০, যেটির দাম ২.১০ কোটি রুপি।
গাড়ির প্রতি সালমান খানের ভালোবাসার প্রমাণ মিলেছে তার গ্যারেজের একাধিক সংগ্রহে। রয়েছে রেঞ্জ রোভার ভোগ অটোবায়োগ্রাফি, যা তিনি তার মায়ের জন্য এনেছিলেন। নাম্বার প্লেট ‘২৭২৭’ দিয়ে চিহ্নিত এ গাড়ির দাম ১.৮২ কোটি রুপি। রয়েছে পুরোনো ভার্সনের রেঞ্জ রোভারও, যা প্রায়ই নষ্ট হতো। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজার পোস্ট করতেন তিনি।
স্পোর্টস কারের দিকেও ঝোঁক রয়েছে সালমানের। তার গ্যারেজে রয়েছে লাল রঙের দ্রুতগামী অডি আরএস৭, যার দাম ২.২৩ কোটি রুপি। SUV প্রেমী সালমানের কালেকশনে রয়েছে মার্সিডিজ বেঞ্জ জিএল (১.৭৯ কোটি রুপি), মার্সিডিজ এএমজি জিএলই ৪৩ কাপ, যা উপহার দিয়েছেন শাহরুখ খান, এবং মার্সিডিজ এস-ক্লাস (২.১৯ কোটি রুপি)।
বিলাসবহুল বিএমডাব্লিউ এক্স৬ রয়েছে তার সংগ্রহে, যা একটি উদ্বোধনী অনুষ্ঠানে উপহার পান এক ডিলারের কাছ থেকে। এছাড়া, সালমানের জীবনের আলোচিত অধ্যায় ‘হিট অ্যান্ড রান কেস’-এর সঙ্গে জড়িয়ে আছে লেক্সাস এলএক্স। মামলা, জেল এবং বিতর্কের পাশাপাশি, এখনো তার গ্যারেজে রয়েছে এ ব্র্যান্ডের একাধিক গাড়ি। মূল্য প্রায় ২.৮৪ কোটি রুপি।
সব মিলিয়ে সালমান খানের গ্যারেজ যেন এক রোলিং স্টেটমেন্ট, যেখানে প্রতিটি গাড়ির পেছনে লুকিয়ে আছে একেকটি গল্প, একেকটি স্মৃতি। তার গতি, স্টাইল এবং নিরাপত্তার মিলনস্থল হয়ে উঠেছে এ গ্যারেজ, যা যে কারও ঈর্ষার কারণ হতে পারে।