
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৬ পিএম

জাকির হোসেন সরকার
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
গাড়ির ব্রেক ফেল হওয়ায় প্রধান কারণ হলো গাড়িতে ব্রেকিং সিস্টেমের জন্য যে মাস্টার সিলিন্ডার থাকে এ মাস্টার সিলিন্ডারে ব্রেক ওয়েল না থাকা। কেননা এ ব্রেক ওয়েলের সাহায্যেই হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে গাড়ির চাকায় ব্রেক সিস্টেম কাজ করে। আসলে আমরা গাড়ির রেডিয়েটর এবং ইঞ্জিন ওয়েল, ব্যাটারির টার্মিনাল এগুলো চেক করে থাকি। কিন্তু গাড়ির ব্রেকিং সিস্টেমের এই মাস্টার সিলিন্ডারে যে ব্রেক ওয়েল থাকে সেটা অনেকেই পরীক্ষা করি না। আর এজন্য গাড়ি ব্রেক ফেল করে আমাদের দুর্ঘটনার মুখে পড়তে হয়। মাস্টার সিলিন্ডার পরীক্ষা করা খুব একটা কঠিন কাজ নয়। কারণ এটা বাইরে থেকে দেখেই পরীক্ষা করা সম্ভব। মাস্টার সিলিন্ডারে যতটুকু ব্রেক ওয়েল থাকবে ততটুকু কালো দেখাবে। আর যতটুকুতে ব্রেক ওয়েল থাকবে না, ততটুকু সাদা দেখাবে। সুতরাং সহজেই ব্রেক ওয়েলের পরিমাণ নির্ণয় করা যায়।
এখন প্রশ্ন হলো এ ব্রেক ওয়েল কমার কারণ কি। ব্রেক ওয়েল কমার কয়েকটি কারণ আছে। কয়েকটি কারণের মধ্যে প্রথম কারণটি হলো মাস্টার সিলিন্ডার থেকে চারটি পাইপ গাড়ির চারটি চাকার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ওই পাইপগুলোর মাধ্যমে ব্রেক ওয়েলের সাহায্যে গাড়ির চাকাতে ব্রেক করা হয়। মাস্টার সিলিন্ডার এবং চাকার সঙ্গে এ পাইপের যে সংযোগ স্থানগুলো রয়েছে, সেখানে যদি কোনো কারণে লিকেজ হয়ে যায় তাহলে গাড়ির ব্রেক ওয়েল পড়ে গিয়ে মাস্টার সিলিন্ডার খালি হয়ে যেতে পারে। শুধু তাই নয় এ পাইপগুলোর মাঝামাঝিতেও গাড়ির ঝাঁকুনি বা কোনো কিছুর সঙ্গে ঘর্ষণ লেগে লিকেজ হতে পারে। ওই লিকেজ দিয়ে ব্রেক ওয়েল পড়ে গিয়ে গাড়ি ব্রেক ফেল করতে পারে।