
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৬ পিএম

তানজিমা হালিম
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দক্ষিণী সিনেমায় রাজত্ব করা পুষ্পা ২ তারকা আল্লু অর্জুন শুধু দুর্দান্ত অভিনয়ের জন্যই নয়, বিলাসবহুল গাড়ির সংগ্রহের জন্যও পরিচিত। সিনেমার মতো গ্যারেজেও রাজত্ব করছেন এ নায়ক। রয়েছে একাধিক হাই-পারফরম্যান্স ও দামি গাড়ি, যা তার স্টাইল ও ব্যক্তিত্বের প্রতিফলন। তার সংগ্রহে থাকা গাড়িগুলোর মধ্যে অন্যতম রোলস-রয়েস কালিনান। ৬.৭৫ লিটার টুইন-টার্বো V12 ইঞ্জিনবিশিষ্ট Rolls-Royce Cullinan 590 বিএইচপি শক্তি ও ৯০০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি ভারতের অন্যতম ব্যয়বহুল গাড়ি। আছে হামার এইচ২। শক্তিশালী এ গাড়িটি ৬.২ লিটার V8 ইঞ্জিন দ্বারা চালিত, যা ৩৯৩ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে এবং ১৯০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ তুলতে সক্ষম। বিলাসবহুল সেডানের মধ্যে আছে জাগুয়ার এক্সজেএল। ২.০ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন সমৃদ্ধ, যা ১৭৭ বিএইচপি শক্তি ও ৪৩০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। অফ-রোড গাড়ির রাজা হিসাবে পরিচিত রেঞ্জ রোভার ভোগও রয়েছে আল্লুর কাছে। যেটি ৩.০ লিটার ছয়-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত, যা ৩৮৭ বিএইচপি শক্তি উৎপন্ন করতে সক্ষম। রয়েছে ভলভো এক্সসি৯০ টি৮ এক্সিলেন্স। যা মাত্র ৫.৬ সেকেন্ডে ০-১০০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ তুলতে সক্ষম। তার স্টাইল ও স্বাচ্ছন্দ্যের প্রতিফলন গ্যারেজে থাকা ফ্যালকন ভ্যানিটি ভ্যানটি। বিলাসবহুলভাবে কাস্টমাইজড, যা আল্লু অর্জুনের গাড়ি সংগ্রহ তার রুচি, বিলাসিতা ও গাড়ির প্রতি ভালোবাসার নিদর্শন, যা তাকে বলিউড ও টলিউডের অন্যতম স্টাইলিশ তারকায় পরিণত করেছে।