Logo
Logo
×

অটোটেক

দেশে নতুন বৈদ্যুতিক সেডান গাড়ি

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের গাড়ি বাজারে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে ডিএইচএস অটোস লিমিটেড। তারা আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে চাঙ্গান অটোমোবাইলসের নতুন সেডান মডেল Deepal S07 এবং L07 উন্মোচন করেছে। এ গাড়ি দুটি দেশের গাড়ি শিল্পে বৈচিত্র্য আনবে এবং স্থানীয় গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের গাড়ি সরবরাহ করবে।

Deepal S07 একটি মাঝারি আকারের SUV, যা ইতালির তুরিনে ডিজাইন করা হয়েছে। এর মসৃণ বাহ্যিক ডিজাইন এবং বিলাসবহুল অভ্যন্তরীণ সজ্জা যাত্রীদের জন্য আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে। এতে রয়েছে স্মার্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্মার্ট কেবিন কন্ট্রোল এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি।

ডিএইচএস অটোসের সিইও ইমরান জামান খান বলেন, ‘গ্রাহকদের সুবিধার্থে আমরা সহজলভ্য সার্ভিসিং এবং ৮ বছরের বিস্তৃত ওয়ারেন্টি প্যাকেজ প্রদান করছি।’ এছাড়া তারা বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি বাজারের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে চার্জিং অবকাঠামোর উন্নয়নে কাজ করছে।

এ নতুন মডেলগুলো বাংলাদেশের পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল থেকেই ঢাকা শহরের শোরুমে Deepal S07 এবং L07 গাড়ি কিনতে পাওয়া যাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম