Logo
Logo
×

অটোটেক

টেসলার মডেল ওয়াই

ইউরোপের বাজারে নতুন সংস্করণের অগ্রযাত্রা

Icon

রিয়াদ হোসেন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে, আর টেসলা এ খাতে এক অনন্য বিপ্লব ঘটিয়েছে। বিশেষ করে তাদের ‘মডেল ওয়াই’ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি হিসাবে বিশ্বব্যাপী ক্রেতাদের মন জয় করেছে। জনপ্রিয়তার ধারাবাহিকতায় সম্প্রতি চীন, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশে মডেল ওয়াইয়ের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এবারের মডেল ওয়াইয়ের নতুন সংস্করণের অন্যতম চমক হলো যুক্তরাষ্ট্রের আগেই ইউরোপে এর বাজারজাত শুরু হওয়ার সম্ভাবনা। টেসলা ইতোমধ্যেই জার্মানির বার্লিনে অবস্থিত গিগাফ্যাক্টরিতে নতুন মডেলের উৎপাদন শুরু করেছে, যা নিশ্চিত করেছে গাড়িবিষয়ক সংবাদমাধ্যম ইলেকট্রেক। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ধারণা করা হচ্ছে, ইউরোপের গ্রাহকরা যুক্তরাষ্ট্রের আগেই নতুন সংস্করণটি ব্যবহারের সুযোগ পাবেন।

এটি নতুন কোনো ঘটনা নয়। ২০২৩ সালের শেষের দিকে টেসলা তাদের ‘মডেল ৩’ গাড়িও যুক্তরাষ্ট্রের আগে ইউরোপ ও চীনে বাজারজাত করেছিল। ফলে ইউরোপীয় গ্রাহকদের জন্য এটি ইতোমধ্যেই একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। টেসলার মডেল ওয়াই ইতোমধ্যেই বৈদ্যুতিক গাড়ির বাজারে এক শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে। নতুন সংস্করণটি উন্নত ব্যাটারি প্রযুক্তি, অধিক কার্যক্ষমতা এবং আধুনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টেসলার ইউরোপীয় বাজারে এ অগ্রসর কৌশল প্রতিযোগীদের জন্যও একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম