Logo
Logo
×

অটোটেক

ই-স্কুটার এক চার্জে ৩২০ কিলোমিটার

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় নতুন মাত্রা যোগ করল ওলা। জেনারেশন ৩ সিরিজের নতুন স্কুটার নিয়ে এলো সংস্থাটি, যার মধ্যে সবচেয়ে আলোচিত ওলা এস১ প্রো প্লাস। এক চার্জে ৩২০ কিলোমিটার মাইলেজ, ১৪১ কিমি প্রতি ঘণ্টা গতি এবং মাত্র ২.১ সেকেন্ডে ০-৪০ কিমি./ঘণ্টা স্পিড তোলার ক্ষমতা, সব মিলিয়ে এটি এক অনন্য উদ্ভাবন। নতুন সিরিজের স্কুটারগুলোর অন্যতম বৈশিষ্ট্য মিড ড্রাইভ মোটর, ইন্টিগ্রেটেড মোটর কন্ট্রোল ইউনিট এবং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS)। এস১ প্রো প্লাস মডেলের দাম শুরু হচ্ছে ১.৫৪ লাখ রুপি থেকে। বাজেটের মধ্যে ই-স্কুটার চাইলে ওলা এস১ এক্স হতে পারে উপযুক্ত। ৭৯,৯৯৯ রুপি মূল্যের এ স্কুটার এক চার্জে ২৪২ কিমি পথ পাড়ি দিতে পারবে। এ ছাড়া ওলা এস১ এক্স প্লাস মডেলটি ১.০৭ লাখ রুপি দামে পাওয়া যাবে, যা ১২৫ কিমি/ঘণ্টা গতিতে ছুটতে সক্ষম। নতুন এ সিরিজে ওলা ই-স্কুটারকে আরও আধুনিক করেছে, যা পরিবেশবান্ধব ও দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে একটি বিপ্লব আনবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম