সনি-হোন্ডার এআই গাড়ি ‘আফিলা’

আইটি ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সনি গ্রুপ ও হোন্ডা মোটরের যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান সনি-হোন্ডা মোবিলিটি (এসএইচএম) লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০২৫-এ তাদের অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়ি ‘আফিলা’ উন্মোচন করেছে। অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এ গাড়ির সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯,৯০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি টাকারও বেশি।
২০২৩ সালে প্রোটোটাইপ উন্মোচনের মাত্র দুবছরের মধ্যে প্রায় চূড়ান্ত সংস্করণ দেখাতে সক্ষম হয়েছে এসএইচএম। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইয়াসুহিদে মিজুনো জানান, আফিলা দুটি মডেলে বাজারে আসবে, বেস মডেল ও সিগনেচার মডেল। বেস মডেলের মূল্য ৮৯,৯০০ ডলার, আর উন্নত ফিচারযুক্ত সিগনেচার মডেলের মূল্য হবে ১,০২,৯০০ ডলার। প্রাথমিকভাবে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের জন্য প্রি-অর্ডারের সুযোগ দেওয়া হচ্ছে।
এআই ও বিনোদনের অনন্য সংযোজন : গাড়িটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ ভয়েস ইন্টারফেস সংযোজন করা হয়েছে, যা চালককে বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণের সুবিধা দেবে। এ ছাড়া ইন-কেবিন ডিসপ্লে, ইমার্সিভ সাউন্ড সিস্টেম এবং নয়েজ-ক্যানসেলিং প্রযুক্তি থাকায় সংগীত, সিনেমা ও গেমিংয়ের অভিজ্ঞতা হবে আরও সমৃদ্ধ।
আফিলা উন্মোচনের সময় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সম্ভাব্য নীতিগত পরিবর্তনের প্রসঙ্গও উঠে আসে। এসএইচএম উদ্বেগ প্রকাশ করেছে যে, বৈদ্যুতিক গাড়ির ভর্তুকি কমে গেলে বাজারে চাহিদা ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।