Logo
Logo
×

অটোটেক

আল্ট্রাভায়োলেটের দ্রুততম ই-বাইক

Icon

মিরাজ জীবন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতের ইলেকট্রিক বাইক নির্মাতা আল্ট্রাভায়োলেট নিয়ে এসেছে তাদের নতুন দ্রুততম ই-বাইক এফ৭৭ সুপারস্ট্রিট। শক্তিশালী মোটর, দীর্ঘ রেঞ্জ এবং অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এ স্ট্রিট ফাইটার বাইকটি রাইডারদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে।

শক্তিশালী ব্যাটারি ও পারফরম্যান্স

এফ৭৭ সুপারস্ট্রিট মডেলে ১০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ও ৩০ কিলোওয়াট মোটর সংযোজন করা হয়েছে, যা এক চার্জে ৩২৩ কিমি রেঞ্জ দিতে সক্ষম। সর্বোচ্চ গতি ১৫৫ কিমি-ঘণ্টা, যা একে ভারতের দ্রুততম ই-বাইকের তালিকায় স্থান দিয়েছে।

উন্নত ফিচার ও আরামদায়ক রাইডিং

নতুন হ্যান্ডলবার ডিজাইন রাইডিং পজিশনকে আরও আপরাইট করেছে, যা দীর্ঘ ভ্রমণে আরামদায়ক। রয়েছে তিন স্তরের ট্রাকশন কন্ট্রোল, ১০ স্তরের রিজেনারেটিভ ব্রেকিং, এবিএস, হিল হোল্ড ফিচার, স্মার্টফোন কানেক্টিভিটি এবং টিএফটি ডিসপ্লে। এ ছাড়া ইউএসডি ফ্রন্ট ফর্ক ও মনোশক সাসপেনশন রাইডিং অভিজ্ঞতাকে উন্নত করবে।

এফ৭৭ সুপারস্ট্রিট দুটি ভ্যারিয়েন্টে এসেছে-স্ট্যান্ডার্ড ও রিকন। চারটি আকর্ষণীয় রঙের এ বাইকটির মূল্য ৩ লাখ রুপি। প্রযুক্তি ও পারফরম্যান্সের মিশেলে এটি ভারতের ই-বাইক বাজারে নতুন মানদণ্ড তৈরি করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম