Logo
Logo
×

অটোটেক

সফটওয়্যারে নিরাপত্তা ত্রুটি

দূর থেকে চালু করা যেত কিয়া গাড়ি

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাইবার হামলা চালিয়ে দূর থেকে নিয়ন্ত্রণ করা যেত কিয়া করপোরেশনের তৈরি বিভিন্ন মডেলের গাড়ি। খবর শুনে চক্ষু চড়কগাছ হলেও এমনটাই জানিয়েছে নিরাপত্তা গবেষকরা। তাদের দাবি, দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়ার গাড়িতে থাকা বিভিন্ন সফটওয়্যারে একাধিক নিরাপত্তা ত্রুটি রয়েছে। কিয়া ব্র্যান্ডের অনলাইন পোর্টাল ‘কিয়া কানেক্ট’ থেকে তথ্য সংগ্রহের পর নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে দূর থেকে কিয়া গাড়ির দরজা খোলা বা বন্ধ করার পাশাপাশি গাড়ি চালু করা যেত।

এমনকি গাড়িতে হর্ন বাজানোর পাশাপাশি মালিকের নাম, মুঠোফোন নম্বরসহ গাড়ির অবস্থানও জানার সুযোগ মিলত। বিষয়টি কিয়া করপোরেশনকে জানানোর পর তারা দ্রুত নিরাপত্তা ত্রুটিগুলোর সমাধান করেছে। ফলে নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে কিয়া গাড়িতে সাইবার হামলা চালানোর কোনো ঘটনা ঘটেনি।

তবে হ্যাকাররা চাইলেই কিয়া কানেক্টে নিবন্ধন করা তথ্য ব্যবহার করে দূর থেকে নির্দিষ্ট গাড়ি নিয়ন্ত্রণ করতে পারতেন। ফলে লাখ লাখ কিয়া গাড়ি দুর্ঘটনার আশঙ্কাও ছিল, কেননা দূর থেকে সাইবার অপরাধীরা গাড়ির নিয়ন্ত্রণ করলেও তা জানতে পারতেন না চালকরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম