Logo
Logo
×

অটোটেক

ইভির জন্য নিজস্ব ব্যাটারি আনছে টেসলা

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন চার ধরনের ব্যাটারি তৈরির পরিকল্পনা করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ২০২৬ সাল নাগাদ সাইবারট্রাক, রোবোট্যাক্সি এবং অন্যান্য বৈদ্যুতিক গাড়ির জন্য এসব ব্যাটারি তৈরি শুরু হবে। পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত সূত্র এ খবর জানিয়েছে। রয়টার্স।

ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন টেসলা বর্তমানে তাদের বৈদ্যুতিক গাড়ির অধিকাংশ ব্যাটারি অন্যান্য কোম্পানি যেমন প্যানাসনিক এনার্জি, এলজি এনার্জির কাছ থেকে নিয়ে থাকে।

তবে টেসলা তাদের নিজেদের ব্যাটারিতেই নির্ভরশীল হতে চাচ্ছে। এজন্য কোম্পানিটি যুক্তরাষ্ট্রেই নিজেদের ৪৬৮০ ব্যাটারির উৎপাদন বাড়াতে জোর দিচ্ছে, যার মাধ্যমে খরচ কমানোর পাশাপাশি সরবরাহ বেশি হবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি। এ বিষয়ে টেসলার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম