ওয়ানডে সিরিজ খেলতে কিউইরা বাংলাদেশে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সদ্য এশিয়া কাপে খেলেছে বাংলাদেশও। বিশ্বকাপের আগে ঠাসা সূচিতে ইনজুরিমুক্ত থাকতে দু’দলই এই সিরিজে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে। বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডে। নিউজিল্যান্ড দল মোট চার ধাপে বাংলাদেশে আসছে। শনিবার রাতে ১১ জনের একটি বহর প্রথম পা রাখে ঢাকায়। রোববার বিকালে এসেছেন ১২ জন। আজ ভোর এবং বিকালে আলাদা ফ্লাইটে আসবেন আরও দুজন। এই সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন পেসার লকি ফার্গুসন। এদিকে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ বাংলাদেশ দলে নেই মূল খেলোয়াড়দের বেশ কয়েকজন। তাদের বিশ্রামে রাখা হয়েছে। ইনজুরি কাটিয়ে এই সিরিজের দলে ফিরেছেন তামিম ইকবাল। দীর্ঘদিন দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান এই সিরিজে নিজেদের প্রমাণের সুযোগ পেয়েছেন। এখানে ভালো করতে পারলে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সুযোগ থাকবে তাদের। তবে সৌম্য জাতীয় দলে ফেরার পরদিনই রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৩ এবং ২৬ সেপ্টেম্বর।