
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পিএম

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বাংলা সাহিত্যের অন্যতম কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে একাধিক গান রচনা করেছেন লিওয়াজা আক্তার। এরই মধ্যে বেশকটি প্রকাশও হয়েছে। প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে ‘বেওয়াফা’, ‘আজ রাতে’, ‘আমার বাংলাদেশ’, ‘অভিশাপ’, ‘মা তোর কোলে’, ‘ওহ্ সোফিয়া, তুমিই কি সেই!’, ‘রেবেকার অপেক্ষা’, ‘ওহ্ মধুসূদন, তবু কেনো জীবন ঠকে যায়!’, ‘কপোতাক্ষের ডাক’ এবং ঈদ স্পেশাল ‘চাঁদ রাত ডিজে মিক্স’ ও ‘বাবাহীন ঈদগুলো’। শেষ গানটি ঈদের দিনে বাবা হারানো সন্তানদের উৎসর্গ করে লেখা। গীতিকার প্রত্যেকটি গানেই মাইকেল মধুসূদনের জীবন, প্রেম, যন্ত্রণা, দর্শন এবং সমাজের প্রতিফলন তুলে ধরেছেন অনন্য শিল্পভাষায়। এ ছাড়া ‘কাদম্বরী’, ‘কবির মন ভোলানো খেলা’, ‘মধুসূদনের পথচলা’, ‘ওগো রোকেয়া’, ‘অবুঝ মনা’, ‘ভালোবাসার প্রতারণা’, ‘মায়ার ফাঁদে’, ‘মীরা শুধু কৃষ্ণের পাগল’, ‘যদি না আমায়’হ আরও ডজনখানেক গান প্রকাশের অপেক্ষায় আছে বলে লিওয়াজা জানিয়েছেন। এসব গান বিশ্বের শীর্ষস্থানীয় শ্রোতাপ্রিয় মিউজিক প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ হবে। এ প্রসঙ্গে লিওয়াজা বলেন, ‘ব্যক্তিগত কাজ, গবেষণা, ইবাদত আর লেখালেখির ফাঁকে এতগুলো গানের সৃষ্টিই প্রমাণ করে মানুষ চাইলে সব পারে। এ পরিশ্রমই একদিন আমার সঠিক প্রাপ্য ফিরিয়ে দেবে। আমি বিশ্বাস হারাইনি। আশা করছি এ গানগুলোও শ্রোতা দর্শকদের নাড়া দেবে।’ এদিকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে একাধিক গান তৈরি করছেন এ গীতিকার ও নির্মাতা। এর মধ্যে রয়েছে ‘বৈশাখে বাজে প্রাণের ঢোল’, ও ‘এসেছে বৈশাখ, বাজুক প্রাণ’ ইত্যাদি। পাশাপাশি তিনি একশ গানের একটি প্রজেক্টও হাতে নিয়েছেন। যেটিকে তিনি শুধু গান নয়, একটি সাংস্কৃতিক আন্দোলন বলেই অভিহিত করছেন। অন্যদিকে আগামী বইমেলা নিয়েও নতুন উপন্যাস প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন লিওয়াজা। এর আগে তার লেখা একাধিক উপন্যাস ও কবিতার বই প্রকাশ হয়েছে।