
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১২ এএম

শাহনাজ হেনা
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ব্রিটেনের রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম। বর্তমান রাজা চার্লস ও সাবেক প্রিন্সেস ডায়ানার সন্তান। চালর্স ও ডায়ানার বৈবাহিক সম্পর্ক টেকেনি। ১৯৯৭ সালে গাড়ি দুর্ঘটনায় মারা যান ডায়ানা। তখন প্রিন্স উইলিয়াম তার ভাই প্রিন্স হ্যারি অনেক ছোট। রাজপরিবারের সদস্য হওয়ার কারণেই তাদের দিকে মিডিয়ার ক্যামেরা তাক করা থাকে সবসময়। আর প্রিন্স উইলিয়ামের প্রতি হলিউড সুন্দরী ব্রিটনি স্পিয়ার্সের নজর ছিল একটু বেশি। তাকে নাকি পছন্দও করতেন অভিনেত্রী ও পপ গায়িকা। তবে কী উইলিয়ামের সঙ্গে ডেট করেছেন ব্রিটনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই অজানা অধ্যায় শেয়ার করেছেন ভক্তদের কাছে। ব্রিটনি বলেছেন, একবার প্রিন্স উইলিয়ামকে ইমেল করে সাড়াও পেয়েছিলেন। তাদের একসঙ্গে ডিনার করার কথা ছিল। কিন্তু শিয়াল শিকারের জন্য ডিনার প্লানটি বাদ দিয়েছিলেন উইলিয়াম। অবশ্য ভার্চুয়ালি তাদের সম্পর্ক বেশ জমেও উঠেছিল। ব্রিটনি আশা করেছিলেন, ডিনার হয়তো না হোক, একসঙ্গে বসে চা খাওয়ার সৌভাগ্যও নিশ্চয়ই একসময় হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। প্রিন্স উইলিয়ামের সঙ্গে ইমেল আদান-প্রদান হতো, ডিনার প্লান তৈরি হতো। ব্যস, এ পর্যন্তই। এই সম্পর্কে গায়িকা তার ‘সংক্ষিপ্ত অনলাইন সংযোগ’ বলেই আখ্যায়িত করেছেন। কারণ, ভার্চুয়াল জগতে কোনো আবেগ নেই। তারা কিছুক্ষণের জন্য ইমেল বিনিময় করেছিলেন, এটা ঠিক। ব্রিটনি বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক। আমরা একটু ইমেল আদান-প্রদান করেছিলাম এবং তার কোথাও আমার সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।’
তবে কী ব্রিটনি উইলিয়ামের প্রেমে পড়েছিলেন? ব্রিটনি বলেন, ‘যদিও আমি সে সময় অ্যালবামের প্রচারণার জন্য ব্রিটেনে ছিলাম। কিন্তু সম্পর্ক তৈরি হওয়ার মতো এমন কিছু হয়নি। যেটা রটেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমি চেয়েছি দেখা করতে। কিন্তু সেটা হয়নি। মনে হচ্ছিল সবই ভৌতিক কাণ্ড। উইলিয়াম আমার সঙ্গে ডিনার ডেট ক্যানসেল করে শিয়াল শিকার বেছে নিয়েছিলেন।’ টিভি সাক্ষাৎকারের সময়, উপস্থাপক মজা করে বলেছিলেন, উইলিয়াম তো হলো, নিশ্চয়ই এখন ৪৩ বছর বয়সি এই তরুণী হয়তো অন্য কোথাও তার দৃষ্টিভঙ্গি স্থাপন করতে চাইবেন? উত্তরে সহাস্যে ব্রিটনি বলেন, ‘প্রিন্স উইলিয়াম নিশ্চয়ই একজন বড় ক্যাচ ছিলেন। কিন্তু মনে হচ্ছে রাজপুত্র ভালো শিয়াল শিকারের আকর্ষণকে প্রতিহত করতে পারেনি।’ এদিকে প্রিন্স উইলিয়ামই নয়, ব্রিটনির সঙ্গে ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি ডেবিড ব্যাকহামের প্রেমের গুঞ্জনও উঠেছিল একসময়। বিশ্বকাপের সময় ব্যাকহামের সঙ্গে একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। এরপর থেকেই গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করে। কিন্তু সেটার উত্তর দিয়েছেন বেশ ইঙ্গিতপূর্ণভাবে। বলেছেন, ‘আমার মনে হয় তিনি খুব সুন্দর। আশা করেছিলাম তিনি তাকে কিছু ফুটবল চাল শেখাবেন।’