
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১২ এএম

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। অসংখ্য শ্রোতাপ্রিয় গানের এ শিল্পী হঠাৎ করেই গান থেকে খানিকটা দূরে চলে গিয়েছিলেন। তবে শ্রোতা-দর্শকদের ভালোবাসার টানে ফের গানে নিয়মিত হলেন এ শিল্পী। এরইমধ্যে নতুন গানও প্রকাশ করেছেন। ‘চাঁদ রাত’ শিরোনামের একটি গান ঈদে নিজের ইউটিউব চ্যানেল থেকেই প্রকাশ করেন ডলি সায়ন্তনী। এর রেশ কাটতে না কাটতেই আরও একটি নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। শিরোনাম ‘এই জামানার মেয়ে’। তোরা দেখরে সবাই চেয়ে/আমি এই জামানার মেয়ে-এমন কথায় সাজানো গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর। ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। গানে মডেল হয়েছেন অলঙ্কার চৌধুরী। এ প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘জামাল ভাইয়ের লেখা বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এ গানটিও আশা করি শ্রোতাদের ভালো লাগবে। এটি একটু অন্য ধাঁচের। নতুন প্রজন্ম যেমনটা চলতে পছন্দ করে, সেই গল্প এ গানে উঠে এসেছে।’ গীতিকার জানান, ‘দীর্ঘ সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করা সংগীতের উজ্জ্বল নক্ষত্র এ শিল্পীর জন্যই গানটি লেখা। তাতে এ সময়ের কিছু চিত্র তুলে ধরা হয়েছে।’ গানটি এরইমধ্যে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে বলেই জানান ডলি সায়ন্তনী। এখন থেকে নিয়মিত গান প্রকাশ করার পাশাপাশি, স্টেজ শো-তেও অংশ নিবেন বলে জানান এ সংগীতশিল্পী।