
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:০২ এএম

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
পেশায় ফটোগ্রাফার হলেও, শখের বসে প্রায়ই গান লিখেন মাজেদ চৌধুরী। সম্প্রতি নতুন আরও একটি গান লিখেছেন এ গীতিকার। শিরোনাম ‘মনে পড়ে যায়’। এতে কণ্ঠ দিয়েছেন সাজিয়া সুলতানা পুতুল ও ইউসুফ আহমেদ খান। গানটির সুর করেছেন ইউসুফ। সংগীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার। ‘ইউসুফিয়ানা’ চ্যানেলে সম্প্রতি গানটি প্রকাশ হয়েছে। এতে মডেল হয়েছে শিল্পী পুতুল ও তার স্বামী সৈয়দ রেজা আলী। গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছেন বলেন জানান সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে শিল্পী পুতুল বলেন, ‘সত্যিই মাজেদ ভাইয়ের লেখা এ গানটি এক অপূর্ব সৃষ্টি। ইউসুফ দারুণ সুর করেছে। আমার বাড়তি প্রাপ্তি এ গানে মডেল হিসাবে আমি আমার স্বামী রেজাকে পেয়েছি।’
ইউসুফ বলেন, ‘মাজেদ ভাইয়ের কথার মধ্যে একটা আলাদা ভালোলাগা আছে। তার কথা আমার সুর শ্রোতা-দর্শকের মধ্যে একটা অন্যরকম দ্যোতনার সৃষ্টি যে করছে সেটা উপলব্ধি করতে পারছি।’ মাজেদ চৌধুরী বলেন, ‘আমি অতি সাধারণ একজন গীতিকার। কিন্তু পুতুল ও ইউসুফ যে আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছে তাদের কাছে আমি ঋণী। ভালোবাসা রইল তাদের প্রতি।’