
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ১০:৫৫ এএম

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ঢাকার আয়োজনে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘নগরবাউল’, ‘ফিডব্যাক’, ‘শিরোনামহীন’, পাওয়ারসার্জ’, ‘অ্যাফিক’ ও ‘আফটারম্যাথ’ পারফর্ম করবে বলে জানা গেছে। এ ছাড়া মঞ্চে এককভাবে গাইতে দেখা যাবে জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, হায়দার হোসেন, সেলিম চৌধুরী, খান আসিফুর রহমান আগুন, মিলা ইসলাম, অনিমেষ রায়, প্রীতম হাসান, জেফার, সাবরিনা পড়শী, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম শাকিব, আলেয়া বেগম, মিফতা জামান, রায়হান, শুভ্র ও মৌসুমীকে।
চট্টগ্রাম যারা গাইবেন
চট্টগ্রামের আয়োজনে মঞ্চে পারফর্ম করবে ব্যান্ড ‘মাইলস’, ‘সোলস’, ‘আর্ক’, ‘লালন’, ‘অ্যাশেজ’, ‘সাবকনশাস’, ‘বে অব বেঙ্গল’, ‘তীরন্দাজ’, ‘মেট্রিকেল’ ও ‘নাটাই’। এককভাবে গাইবেন সংগীতশিল্পী কিরণ চন্দ্র রায়, ইমরান মাহমুদুল, কোনাল, চিশতী বাউল, তাসনিম আনিকা, সালমা আক্তার, ইথুন বাবু ও ঋতু রাজ।
বগুড়া মঞ্চ মাতাবেন যারা
বগুড়ায় মঞ্চে গাইবে ব্যান্ড ‘আর্টসেল’, ‘অ্যাভয়েড রাফা’, ‘ডিফরেন্ট টাচ’, ‘ভাইকিংস’ ও ‘বাগধারা’। এককভাবে সংগীতশিল্পী বেবী নাজনীন, খুরশীদ আলম, কনকচাঁপা, আলম আরা মিনু, মিজানুর রহমান মিজান, হৃদয় খান, জিনিয়া জাফরিন লুইপা, কামরুজ্জামান রাব্বি, মুত্তাকী হাসিব, মিজান মাহমুদ রাজীব, ইয়ামিক ও মাহিকেও গাইতে দেখা যাবে
খুলনা মঞ্চে গাইবেন যারা
খুলনার মঞ্চে পারফর্ম করবে ব্যান্ড ‘ওয়ারফেজ’, ‘কার্ণিভাল’, ‘আর্বোভাইরাস’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘বাংলা ফাইভ’, ‘কুঁড়েঘর’ ও ‘বিবর্তন’। এককভাবে গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, বালাম, তাহসান খান, মনির খান, দিলশাদ নাহার কণা, জয় শাহরিয়ার, টুনটুন বাউল, সানিয়া সুলতানা লিজা, পলাশ, নাসির ও রুখসার রহমান।
এদিকে ঈদের পর ব্যক্তিগতভাবে জনপ্রিয় শিল্পীদের অনেকেই দেশের বাইরে শো নিয়ে ব্যস্ত রয়েছেন। স্বাধীনতা কনসার্টে অংশ নেওয়া অনেক শিল্পী দেশের কনসার্ট শেষ করে বিদেশে পাড়ি জমাবেন। গান শোনাবেন প্রবাসী বাংলাদেশিদের। এ ছাড়া দেশেও একাধিক গানের অনুষ্ঠানে নিজেদের শিডিউল লক করেছেন বলে জানিয়েছেন অনেকে।