
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ১০:৫৫ এএম

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ঈদ উপলক্ষ্যে ‘মিউজিক অফ বেঙ্গল’র ব্যানারে প্রকাশ হয়েছে কামাল আহমেদ ও হোমায়েরা বশিরের মিউজিক ভিডিও ‘ঢেউ’। এ গানের কথা লিখেছেন মুনশী ওয়াদুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন মো. গোলাম সারোয়ার। কামাল আহমেদ জানিয়েছেন, এটি তার স্মৃতির শহরে অ্যালবামের একটি গান। এ অ্যালবামে পনেরোটি গান রয়েছে। প্রকাশিত গানটি নিয়ে ভালো সাড়া পাচ্ছেন তিনি। এটি মিউজিক অফ বেঙ্গল ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজারসহ আরও অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে শোনা যাচ্ছে। উল্লেখ্য, কামাল আহমেদ দীর্ঘসময় সংগীত সাধনা করে চলেছেন। তার কণ্ঠে ৩১টি অ্যালবাম প্রকাশ হয়েছে।