
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পিএম

শাহনাজ হেনা
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বলিউডের তিন প্রভাবশালী অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও আমির খান। ৯০ দশকের তারকাদের তালিকা করলে সবার আগে এ তিনজনের নামই আসবে। নাম নয়, নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ এ ত্রয়ী। হিন্দি সিনেমার ইতিহাসে এ তিন তারকার অবদান অনেকের চেয়ে বেশি, এটা নিঃসন্দেহ। কারও কারও মতে, বলিউডের শেষ তারকা তারাই। এ অভিনেতারা ইন্ডাস্ট্রি থেকে সরে গেলে মুখ থুবড়ে পড়বে ভারতীয় সিনেমা, এমনটাই মনে করেন অনেকে। কিন্তু ঠিক এখানেই আমির খানের আপত্তি। তার মতে, শেষ বলে কিছু নেই। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন আমির খান। বলিউডের শেষ তারকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরাই শেষ তারকা, এমন কোনো কথা নেই। এটা আমি বিশ্বাসও করি না। সাফল্য আরও অনেকের হাত ধরে আসবে। বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন, তারাও আগামী দিনে বড় তারকা হয়ে উঠবেন। আমাদের পর অনেকে আসবেন, যারা নিজেদের প্রতিষ্ঠিত করবেন বলিউডে।’
তবে আমির খান যে কথাটা বলেন, সেটা খুবই বেদনার। তিনি বলেন, ‘একটা সময় আসবে, আমাদের কথা কারও মনেও থাকবে না। হয়তো কথাটা এখন বিশ্বাস হচ্ছে না। কারও কাছে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু এমনটাই হবে। আমাদের আগের প্রজন্মের অনেকেই ইন্ডাস্ট্রির চালিকাশক্তি ছিলেন। তাদের সঙ্গেও তাই হয়েছে। এভাবেই চলবে সবকিছু। এটাই পৃথিবীর নিয়ম। সময় এভাবেই এগিয়ে যায়।’
সাক্ষাৎকারে তিন খান একসঙ্গে কাজ করবেন কিনা সে প্রসঙ্গও উঠে আসে। সেটাও খোলাসা করেন আমির। বলেন, ‘শাহরুখ ও সালমানকে নিয়ে একঙ্গে কাজ করার একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা তো চলছে। তবে এখনই কিছু চূড়ান্ত নয়। আমার খুব ইচ্ছা তাদের সঙ্গে কাজ করার। আগামী দিনের এ সিনেমা হিট হবে না ফ্লপ তা জানি না, কিন্তু আমাদের একসঙ্গে পর্দায় দেখে যে ভীষণ খুশি হবেন দর্শক, এটুকু গ্যারান্টির সঙ্গে বলতে পারি।’
এদিকে কাজের সূত্রে বর্তমানে আমির খান ‘সিতারে জামিন পার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। শিগ্গিরই এটি মুক্তি পাবে। অন্যদিকে বর্তমানে শাহরুখ খান আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছেন। এ লীগে ‘কলকাতা নাইট রাইডার্স’ দল নিয়ে প্রতি বছরই মেতে থাকেন এ অভিনেতা। তবে আইপিএল নিয়ে ব্যস্ত হওয়ার আগে মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’ সিনেমার শুটিং করেছেন বলে জানা গেছে। আর সালমান খান আসন্ন সিনেমা ‘সিকান্দার’র মুক্তির তারিখ নিশ্চিত ও ট্রেলার লঞ্চ করেই তিনি আপাতত রিলাক্সে রয়েছেন। সিনেমাটি আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।