
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পিএম

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা তমা মির্জা। গড়পড়তা কাজে তাকে খুব বেশি দেখা যায় না। বেছে বেছে কাজ করেন সৌন্দর্যের দ্যুতি ও অভিনয় দক্ষতাসম্পন্ন এ নায়িকা। দুবছর আগে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা। মাঝে বিরতি দিয়ে এ ঈদেও পর্দায় হাজির হলেন ‘দাগি’ সিনেমা নিয়ে। এবার ঈদে মোট ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে রয়েছে শাকিব খান অভিনীত দুটি। বড় আয়োজনের সব সিনেমার মধ্যে ‘দাগি’ নিয়ে আগে থেকেই কোনো চাপে ছিলেন না এ নায়িকা। মুক্তির পর দর্শক আগ্রহে বুঝাই যাচ্ছে কেন ‘চিল মুডে’ ছিলেন তিনি। ঈদের ছয় সিনেমার মধ্যে দর্শক আগ্রহে রয়েছে তমার ‘দাগি’। মুক্তির পর থেকেই সিনেপ্লেক্সগুলোয় হাউজফুল যাচ্ছে । তাই দর্শকের চাহিদায় বাড়ছে সিনেমার শো। জানা গেছে, চলতি সপ্তাহ থেকেই বাড়বে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা। প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, চলতি মাসের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে সিনেমাটি। এর বাইরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মুক্তির পরিকল্পনাও রয়েছে। এদিকে সিনেমার এমন সাফল্যে ও দর্শক সাড়ায় মুগ্ধ নায়িকা তমা মির্জা। তিনি বলেন, ‘ঈদের দিন থেকেই প্রতিটি শো হাউজফুল যাচ্ছে। দর্শকও ভালো ভালো রিভিউ দিচ্ছেন আমাদের সিনেমা নিয়ে। পাশাপাশি সবচেয়ে খুশির ব্যাপার হলো দর্শকদের চাপে সিনেমার শো সংখ্যাও কিন্তু ইতোমধ্যে বেড়েছে। এটা সিনেমার জন্য ইতিবাচক। কারণ, দর্শক পছন্দ না করলে শো বাড়ত না।’ প্রসঙ্গত, দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্রতিদিনই টিম নিয়ে প্রেক্ষাগৃহে যাচ্ছেন তমা মির্জা। দর্শকদের সঙ্গে বসে দেখছেন নিজের অভিনীত সিনেমা। কখনোবা শো শেষে দর্শকদের অনুভূতি জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রেক্ষাগৃহের বাইরে। সব মিলিয়ে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় আপ্লুত এ নায়িকা।