
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পিএম

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমায় নাম লেখানোর পর থেকেই নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই নাটকে তার অনুপস্থিতি ভক্তদের মনেও বিষাদের জন্ম দিয়েছে। নাটক থেকে পরিচিতি পাওয়া এ অভিনেত্রীকে ফের রোমান্টিক নাটকে দেখার জন্য সামাজিক মাধ্যমে আন্দোলনও করতে দেখা যায় ভক্তদের। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন তার অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নামে একটি নাটকের কথা। নাটকটি গত ভালোবাসা দিবসেই মুক্তি পাওয়ার কথা থাকলেও সে সময় এটি আলোর মুখ দেখেনি। স্পন্সর জটিলতায় আটকে যায়। অবশেষে এটি ঈদে মুক্তি দেওয়া হয়। এতে মেহজাবীনের সঙ্গে জুটি হিসাবে ফারহান আহমেদ জোভানকে দেখা যায়। নির্মাণ করেন প্রবীর রয় চৌধুরী। ঈদের তৃতীয় দিন নাটকটি অন্তর্জালে অবমুক্ত করা হয়। দীর্ঘদিন পর মেহজাবীন অভিনীত নাটক পেয়ে দর্শক-ভক্তদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ। প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে নাটকটি। বন্ধুত্ব ও প্রেমের গল্পে মেহজাবীন যে দুর্দান্ত, সেটাই কমেন্টবক্সে লিখেছেন দর্শক। দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়ে মেহজাবীনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে নাটকটি নিয়ে একটি পোস্ট করে অনুভূতি ব্যক্ত করেন অভিনেত্রী। এদিকে গত বছরের ২০ ডিসেম্বর সিনেমায় অভিষেক হয় মেহজাবীনের। তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পায় প্রেক্ষাগৃহে। বাণিজ্যিকভাবে খুব একটা সফল না হলেও, গল্প ও অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী। এ ছাড়া তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ রয়েছে মুক্তির অপেক্ষায়। তার আগেই সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে, পাশাপাশি অর্জন করেছেন নানা পুরস্কার। জানা গেছে, চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।