Logo
Logo
×

আনন্দ নগর

একমঞ্চে শাহিদ-কারিনা

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী কারিনা এবং শাহিদ কাপুর। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রেমের সম্পর্কে ছিলেন তারা। অবশ্য অন্য আট-দশজনের মতো শুরুতে এ সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলেই উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু শেষতক করণ জোহরের শোতেও দুজনেই তাদের প্রেমের কথা স্বীকার করেন। জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ফিদা’ এবং ‘চুপ চুপ কে’র মতো সিনেমায়ও। কিন্তু চার বছরের প্রেমের পর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। ‘জব উই মেট’ ছবির শুটিংয়ের আগেই দুজনের পথ দুদিকে বেঁকে যায়। তখন জানা গেছে, ‘তাশান’ সিনেমার শুটিংয়ের সময় কারিনা অভিনেতা সাইফ আলি খানের প্রেমে পড়েন। সেটা পরে সত্যিও হয়। কারিনা এক সময় সাইফকে বিয়ে করেন। অন্যদিকে শাহিদ কাপুরও বসে থাকেননি। তিনিও মীরা নামে একজনকে বিয়ে করে নিজের জীবনের গতি খুঁজে নেন। সেই যে আলাদা হলেন, এরপর থেকে শাহিদ ও কারিনাকে আর একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ বছর পর সেটাই হলো এবার। আইফা অ্যাওয়ার্ডসে মুখোমুখি দেখা গেছে তাদের। রাজস্থানের জয়পুরে এ বিশেষ পুরস্কার অনুষ্ঠানে শাহিদ এবং কারিনা দুজনেই পারফর্ম করেছেন। অনুষ্ঠানে শাহিদ যখন তার হিট গানের তালে নাচছিলেন, তখন কারিনাকে তার দাদা এবং কিংবদন্তি প্রযোজক রাজ কাপুরের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে। অবশ্য এর আগে এ আয়োজনের সংবাদ সম্মেলনেও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। দুজনকে একসঙ্গে দেখে ভক্তরা খুশিও হয়েছিলেন। কারিনা কাপুরের সঙ্গে শাহিদ কাপুরের সাক্ষাতের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সংবাদ সম্মেলনে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরেন এবং কিছুক্ষণ কথা বলেন। কারিনার সঙ্গে দেখা হওয়ার প্রতিক্রিয়াও জানিয়েছেন শাহিদ। বলেছেন, ‘আমাদের জন্য এটা নতুন কিছু ছিল না, আজ আমদের মঞ্চে দেখা হয়েছে এবং এখানে-ওখানে দেখা হতেই থাকে। কিন্তু আমাদের জন্য এসব কিছুই সম্পূর্ণ স্বাভাবিক। যদি মানুষ এটা পছন্দ করেন তবে ভালোই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম