ফ্রিম্যান স্টুডিওতে অভিনয় প্রশিক্ষণ নেবেন পারসা ইভানা

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আমেরিকার নিউইয়র্কে অবস্থিত ‘দ্য ফ্রিম্যান স্টডিও’তে অভিনয় প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন নাটকের অভিনেত্রী পারসা ইভানা। আগামী এপ্রিল থেকে সেখানে তিনি অভিনয়ে ‘প্রপার টেকনিক ও ক্যামেরা পারফরম্যান্স’ বিষয়ে আট সপ্তাহ প্রশিক্ষণ নেবেন বলে জানিয়েছেন। দীর্ঘদিন ধরে ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট অভিনয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন। পারসা জানান, তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল এ স্টুডিওতে অভিনয়ে প্রশিক্ষণ নেবেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। আমাকে আটটি মনোলোগ পাঠিয়েছিল স্কট। সেখান থেকে একটি সিলেক্ট করতে হয়েছে। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত করলেন। এটা সত্যিই আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল। সবার কাছে দোয়া চাই যেন আমি ঠিকঠাক মতো দ্য ফ্রিম্যান স্টুডিওতে গিয়ে কোর্সটা সম্পন্ন করতে পারি।’