Logo
Logo
×

আনন্দ নগর

মারা গেছেন সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মারা গেছেন গ্র্যামি-মনোনীত সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন। তার একজন প্রতিনিধি মার্কিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, ১ মার্চ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬৩ বছর। গায়িকার মেয়ে লেডি ডায়মন্ড সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করে লিখেছেন, ‘আমার মা চলে গেছেন।’ স্কুলে পড়াকালীন স্টোনের সংগীত জীবন শুরু হয়। হিপ-হপ ত্রয়ী দ্য সিকোয়েন্সের সহপ্রতিষ্ঠাতা তিনি। ‘উইশ আই ডিড নট মিস ইউ’ গানের জন্য তিনি বেশ পরিচিত। স্টোন একজন সফল গীতিকারও ছিলেন। এ সংগীতশিল্পী ক্যারিয়ারে ১০টি একক অ্যালবাম প্রকাশ করেছেন। তার মধ্যে তিনটি গ্র্যামির জন্য মনোনীত হয়েছিল। অভিনয়ও করেছেন এ গায়িকা। সিনেমা ও টিভি-দুই মাধ্যমেই ছিল তার বিচরণ। তাকে ‘দ্য হট চিক’ এবং ‘দ্য ফাইটিং টেম্পটেশন’ সিনেমায় দেখা গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম