Logo
Logo
×

আনন্দ নগর

সঞ্চিতা রাখির ‘ভালোবাসি ভালোবাসি’

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে সংগীতশিল্পী সঞ্চিতা রাখির গাওয়া রবীন্দ্রসংগীত ‘ভালোবাসি, ভালোবাসি’ শিরোনামের একটি গান। এর সংগীতায়োজন করেছেন পার্থ পাল। রাখি জানান, গানটির ভিডিও ধারণ ও চিত্রায়ণ করা হয়েছে থাইল্যান্ডে। ভালোবাসা দিবস ও বসন্তের আবহকে কেন্দ্র করে এ দেশের তরুণ-তরুণীদের মধ্যে ভালোবাসার যে আকুলতা তৈরি হয় সেটিকে মাথায় রেখেই গানটির দৃশ্যপট সাজানো হয়েছে। তিনি বলেন, ‘রবীন্দ্রসংগীতে আমি যে শিক্ষা পেয়েছি, গানের মাধ্যমে তার রেশ ছড়িয়ে দিতে চাই শ্রোতাদের মাঝে। সেটারই প্রতিফলন এ গান। আশা করি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। রবীন্দ্রসংগীতকে কেন্দ্র করেই আমার ভবিষ্যৎ সংগীত জীবনকে আরও সমৃদ্ধ করতে চাই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম