
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ এএম
সংসার ভাঙছে গোবিন্দর

আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
সংসার ভাঙছে বলিউড অভিনেতা ও রাজনীতিবিদ গোবিন্দর। নতুন প্রেমে পড়েছেন! স্ত্রী সুনীতার সঙ্গে তার ৩৭ বছরের সংসার।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের নাকি ডিভোর্স হতে চলেছে। এর পিছনে রয়েছে গোবিন্দের বিবাহ-বহির্ভূত সম্পর্ক।
সুনীতা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি আর গোবিন্দ এখন একসঙ্গে থাকেন না। সন্তানকে নিয়ে একটা ফ্ল্যাটে থাকেন, আর অপরদিকে একটি বাংলোয় একা থাকেন গোবিন্দ।
বলিপাড়ায় জোর গুঞ্জন, গোবিন্দ ও সুনীতার সংসার ভাঙার পেছনে রয়েছেন এক মারাঠি অভিনেত্রী। যদিও গোবিন্দ বা সুনীতার পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।