ঈদের নাটকে নিলয়-হিমি

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। জুটি বেঁধেই তারা কাজ করেন। সম্প্রতি এ জুটি ‘টাক কোনো সমস্যা না’ নামে নতুন একটি নাটকে অভিনয় করেছেন। এর গল্প রচনা করেছেন রিদ্ধ শরীফ। পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির। আগামী ঈদে প্রচারের জন্য এ নাটকটি নির্মিত হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে নিলয় বলেন, ‘এ নাটকের গল্পটাই অন্যরকম। হিমির সঙ্গে আসলে কাজের রসায়নটা এখন দুর্দান্ত। সহশিল্পী হিসাবে আমরা একে অপরকে বেশ ভালো বুঝি। এজন্য আমাদের অভিনীত নাটকগুলোর প্রতিও দর্শকের ভালোলাগা ভালোবাসা পাই অনেক।’ হিমি বলেন, ‘গতানুগতিক ধারা থেকে আমরা একটু বের হওয়ার চেষ্টা করছি এ নাটকে। সাধারণত আমরা বাহ্যিক লুকটাকে যতটা গুরুত্ব দেই রিয়েল লাইফে সেটা তেমন ম্যাটার করে না। এ বিষয়টিই একটু মজা করে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’