দুই পরিবারের গল্প বলবেন মেহজাবীন

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ইদানীং সিনেমা নিয়েই ব্যস্ত। তবে একেবারেই ছেড়ে দেননি নাটক। ভালোবাসা দিবস উপলক্ষ্যে একটি নাটক ও একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তিনি। ‘নীল সুখ’ নামের ওয়েব ফিল্মটি আজ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ফিল্মটি নিয়ে মেহজাবীন বলেন, ‘নির্মাতার সঙ্গে এটি আমার তৃতীয় ওয়েবের কাজ। আগের দুটি কাজ দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন। আমার ভক্তরা চাচ্ছিল আমাকে রোমান্টিক কাজে দেখতে। এটিও তেমন। এখানে দুটি পরিবারের গল্প বলা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’ এদিকে নির্মাতা জানান, এ ফিল্মটি প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করা হয়েছে। এদিকে চিত্রনায়িকা হিসাবে মেহজাবীনের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পেয়েছে গত বছর। অপেক্ষায় আছেন দ্বিতীয় সিনেমা ‘সাবা’ মুক্তির। যদিও এটিই ছিল তার প্রথম সিনেমা। কিন্তু আগে মুক্তি পেয়েছে দ্বিতীয় সিনেমা। সিনেমা দুটি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে সিনেমা ঘুরে বেড়াচ্ছেন এ অভিনেত্রী। ‘সাবা’ চলতি বছর ঈদে মুক্তির কথা রয়েছে। নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, এখনো তেমন কোনো পরিকল্পনা করেননি। তবে সিনেমায় নিয়মিত থাকছেন, এটি নিশ্চিত করেছেন তিনি।