* নেটফ্লিক্সে চলছে হিন্দি রোমান্টিক কমেডি সিনেমা ‘ধুম ধাম’। এটি পরিচালনা করেছেন ঋষভ শেঠ। এতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম, প্রতীক গান্ধী প্রমুখ।
* হইচইতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘বিষহরি’। এটি নির্মাণ করেন সৃজিত রয়। এতে অভিনয় করেন সোলাঙ্কি রয়, রোহান ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, কৌশিক রয় প্রমুখ।
* বিঞ্জে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া শালিক’। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সাদিয়া আয়মান, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।
* বঙ্গ মুভিজে দেখা যাচ্ছে বাংলায় ডাবিংকৃত তামিল সিনেমা ‘ভানুমতি এন্ড রামকৃষ্ণ-তুখোর প্রেমের গল্প’। এটি পরিচালনা করেছেন শ্রীকান্ত নাগথী। এতে অভিনয় করেছেন নাভীন চন্দ্র ও স্যালনি লুথরা প্রমুখ।