Logo
Logo
×

আনন্দ নগর

২৫-এ বুবলীর সাত সিনেমা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। চলতি বছর শেষের পথে। এ সময় তার অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তির সম্ভাবনা নেই। তবে আগামী বছর (২০২৫) মুক্তি পাবে বুবলীর সাত সিনেমা। ইতোমধ্যেই সিনেমাগুলোর কাজ শেষ করেছেন তিনি। এগুলো হচ্ছে জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘পুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, ‘সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’। সাতটি সিনেমায় তার বিপরীতে আছেন সিয়াম, রোশান, নীরব ও আসিফ নূর। প্রত্যেক সিনেমার পরিচালক ২০২৫ সালেই সিনেমাগুলো মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আগামী বছর আমার অনেক সিনেমা একসঙ্গে মুক্তি পাবে, এটি সত্যিই ভালো লাগার। প্রতিটি সিনেমায় নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। চরিত্রগুলোতে ভেরিয়েশন আনতে আমাকে অনেক শ্রম দিতে হয়েছে। নিজের সর্বোচ্চ দিয়েই কাজ করেছি। তাই প্রত্যাশাটা বেশি।’ এদিকে আজ এ নায়িকার জন্মদিন। বিশেষ এ দিনে থাকছে না কোনো আয়োজন। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘দিনটি যথারীতি পরিবারের সঙ্গে উদযাপন করব। বিশেষত আমার জীবনের এ মুহূর্তের শ্রেষ্ঠ বন্ধু আমার সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে। সবার দোয়া ও ভালোবাসা চাই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম