সালমার নতুন দুই প্রজেক্ট
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা নিয়মিত মৌলিক গান প্রকাশ করছেন। পাশাপাশি রয়েছে স্টেজ শো নিয়ে ব্যস্ততা। কিছুদিন আগে লালন সাঁইয়ের ‘মিলন হবে কত দিনে’ গানটি নতুন সংগীতায়োজনে প্রকাশ করেছেন সালমা। এবার আরও দুটি মৌলিক গান প্রকাশ করলেন তিনি। একটির শিরোনাম ‘আপন মানুষ’। এর কথা লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ। অন্যটি ‘মনের নাগর’। এর কথা লিখেছেন ও সুর করেছেন স্বাধীন বাবু। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। দুই গান প্রসঙ্গে সালমা বলেন, “দুটি গানের কথা ও সুর ভীষণ ভালো লাগার। ‘মনের নাগর’ বেশ আলাদা ধাঁচের রোমান্টিক আধুনিক গান। আর ‘আপন মানুষ’ গানটিতে আমার সঙ্গে গেয়েছেন নতুন শিল্পী ইসফাতারা কায়সার রনি। তার সঙ্গে আগেও একটি লালনগীতি করেছি। এটাই আমাদের প্রথম মৌলিক গান। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।” স্টেজ শো কম থাকায় স্টুডিওতে ব্যস্ততা বেড়েছে সালমার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দিন ধরেই স্টেজের ব্যস্ততা কম । তবে এখন স্টেজ শোয়ের মৌসুম আসছে। ডিসেম্বর-জানুয়ারিতে স্টেজ শোতে অংশ নেব। দেশের নানা প্রান্তের শ্রোতা-ভক্তদের সঙ্গে আবার দেখা হবে। স্টেজ হচ্ছে আমার প্রাণের জায়গা।’