Logo
Logo
×

আনন্দ নগর

কিছু কথা নিয়ে উচ্ছ্বসিত তুরাগ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টানা নয় বছর ক্যামেরার পেছনে মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে জনপ্রিয় বহু নাটকের সহকারী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন তানভীর রহমান তুরাগ। এবার স্বতন্ত্র পরিচয়ে হাজির হলেন। পূর্ণ পরিচালক হিসাবে বানিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম নাটক। নাম ‘কিছু কথা’। নাটকের গল্পও লিখেছেন তিনি। এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, নীল, বাশার বাপ্পী, অরণ্য বিজয়, রশনি বাশার প্রমুখ। এ নাটক প্রসঙ্গে তুরাগ বলেন, ‘প্রথমবার রোমান্টিক নাটক পরিচালনা করেছি। নাটকের গল্পে আবর্তিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই তরুণ-তরুণীকে নিয়ে। যাদের ভিশন আলাদা কিন্তু মিলে যাওয়ার বিন্দুটা একই।’ পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মিডিয়ার পথটা সহজ ছিল না। ২০১৪ সালের দিকে আরিয়ান ভাইয়ের সহকারি হিসাবে কাজ শুরু করি। এবার পরিচালক হিসাবে ক্যারিয়ার শুরু করলাম। আশা করছি সবাইকে পাশে পাব।’ এদিকে নিজের পরবর্তী প্রজেক্ট ‘দ্য সুপারস্টার’ নিয়েও কাজ শুরু করেছেন এ নবীন নির্মাতা। শিগ্গির শুটিংয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। এতে অভিনয় করছেন আরশ খান, প্রিয়ন্তি উর্বিসহ অনেকে। পাশাপাশি নিজেকে সিনেমার জন্যও প্রস্তুত করছেন নির্মাতা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম